Welcome Message
দ্বীনি শিক্ষা হলো ঐশী জ্ঞান, যা মানুষের চরিত্র গঠন করে, তাকে প্রকৃত বিশ্বাসী ও নৈতিকতাসম্পন্ন করে তোলে। এই শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য নয়, বরং দুনিয়া ও আখেরাত উভয় জগতের সফলতার পথ দেখানোর জন্য অপরিহার্য।
মানবজাতির শান্তি, সফলতা ও চূড়ান্ত মুক্তির চাবিকাঠি নিহিত রয়েছে এই শিক্ষায়। তাই প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি ইলম অর্জন করা আবশ্যক। এই শিক্ষা যেমন আত্মার পরিশুদ্ধি ঘটায়, তেমনি পার্থিব জীবনের দিকনির্দেশনাও প্রদান করে। প্রকৃত মানুষ সে-ই, যে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, তাঁর বিধান মেনে চলে এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালিত করে।
সত্যিকারের শিক্ষা সেটাই, যা মানুষকে তার স্রষ্টার পরিচয় করিয়ে দেয়, তাকওয়া ও নৈতিকতার পথ দেখায়। এই শিক্ষার মাধ্যমে সততা, ন্যায়পরায়ণতা, বিনয়, পিতামাতার প্রতি শ্রদ্ধা, সমাজ ও জাতির কল্যাণে আত্মনিবেদন ইত্যাদি মহৎ গুণাবলি অর্জিত হয়। দ্বীনি শিক্ষা মানুষকে অন্যায়, জুলুম, প্রতারণা ও মিথ্যা থেকে দূরে রাখে এবং মানবতার সেবা করতে শেখায়। সংক্ষেপে, যে শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায় ও তার দুনিয়া ও আখেরাত উভয় জীবন সুন্দর করে, সেটাই প্রকৃত শিক্ষা—যা কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত।